Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

আমার বাড়ি আমার খামার  প্রকল্পের সেবা সমূহঃ

১। গ্রামীণ হতদরিদ্র  জনগোষ্ঠীর জীবনের মান উন্নয়ন করে দেশের দারিদ্রতার 

    হার শূন্যের কোঠায় নিয়ে আসা ।                 

২। প্রত্যেক ইউনিয়নে দরিদ্র বাছাই করে প্রতি ওয়ার্ডে গ্রাম উন্নয়ন  সমিতি  গঠন করা ।

৩। প্রত্যেকটি ওয়ার্ডে  (৪০জন মহিলা+২০জন পুরম্নষ) =৬০ জন নিয়ে মানদন্ডের       

    ভিত্তিতে গ্রাম উন্নয়ন সমিতি গঠন করা ।

৪। সমিতি ভহক্ত সদস্যদের প্রতিমাসে  ২০০টাকা সঞ্চয়ের বিপরীতে  ২০০ টাকা উৎসব

      বোনাস প্রদান করা ।

৫। প্রতিটি গ্রাম উন্নয়ন সমিতিতে বছরে ১,৫০,০০০/= ঋণ অনুদান প্রদান করা ।

৬। সমিতি ভহক্ত সদস্যদের জীবনমান উন্নয়ন করার জন্য বিনা জামানতে ৮% বাৎসরিক

     সার্ভিস চার্জ নিয়ে ঋণ সুবিধা প্রদান করা ।

৭। সম্পূর্ণ অনলাইন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রকল্পের যাবতীয় সেবা প্রদান করা

    ( যেমনঃ-সঞ্চয় জমা,ঋণ প্রদান,এবং সমিতির সদস্যদের ব্যক্তিগত তথ্যাদি ইত্যাদি ।

৮। প্রতিটি সমিতিতে বিভিন্ন উন্নয়ন মূলক প্রশিক্ষণপ্রদান । প্রশিক্ষণশেষে ট্রেড ভিত্তিক

      ঋণ সুবিধা প্রদান করা ।